উত্তাল সীতাকুণ্ড

24/09/2013 7:09 pmViews: 14

72647_b2সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গাড়ি চাপায় নিহত হওয়ার ঘটনায় ছাত্ররা ৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও দু’শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। এ সময় রাস্তা অবরোধ করে রাখে তারা। এদিকে পরিবহন ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ৬০ রুটে আজ ভোর থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক ও শ্রমিকরা। গতকাল দুপুরে চট্টগ্রামের বিআরটিসিতে বাস মালিক ও শ্রমিক  নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় পৌর সদর বাইপাস এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পারাপার হওয়ার সময় চট্টগ্রামমুখী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ছাত্রটি ঘটনাস্থলেই মারা যান। নিহত ছাত্রের নাম নুরুন্নবী রুবেল (২৩)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএ’র ৬ সেমিস্টারের ছাত্র ছিলেন। রুবেল সীতাকুণ্ড সৈয়দপুর বাকখালী গ্রামের সাবেক সেনাকর্মকর্তা আয়ুব আলীর পুত্র। এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর খবর তাৎক্ষণিক চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন কলেজ ও স্কুল থেকে ছাত্ররা বিভিন্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেড দেয়। এ সময় ৩টি স্টারলাইন, একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় এবং দু’শতাধিক গাড়ি ভাঙচুর করে। একই ভাবে কুমিরাস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৃত্যুর খবর পৌঁছার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রাস্তা অবরোধ করার কারণে সীতাকুণ্ডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকাল ৩টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ চলছিল। সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান আজ ভোর ৬টা  থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। আন্তঃজেলা বাস মালিক সমিতি, শুভপুর বাস মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শুভপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, গতকাল সকালে মহাসড়কের সীতাকুণ্ডে পাঁচটি বাসে আগুন এবং শতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। এছাড়া, মহাসড়কে আন্দোলনের নামে প্রতিনিয়তই বিশৃঙ্খলা চালানো হচ্ছে। তিনি বলেন, একদিনেই ভাঙচুর ও আগুনে মালিকদের ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, মহাসড়কে অহরহ হামলার ঘটনা ঘটছে। পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নেই। ২৪ ঘণ্টার ধর্মঘটের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটসহ আরও কঠিন কর্মসূচি  দেয়া হবে বলে জানান তিনি।
আগামীকাল শিবিরের হরতাল
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে আগামীকাল আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির। দলীয় কার্যালয় থেকে ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় গতরাতে তারা এ ঘোষণা দিয়েছে। জানতে চাইলে ছাত্রশিবিরের প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন মানবজমিনকে বলেন, ‘ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালন হবে। কোন গাড়ি রাস্তায় বের হবে না।’ রাতে পাঠানো এক বিবৃতি শিবিরের মুরব্বি সংগঠন জামায়াতের নেতারা জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার নগর চন্দনপুরাস্থ কার্যালয়ে গভীর রাতে পুলিশি হামলা, তল্লাশির নামে হয়রানি, লুটপাট এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি দেন। বিবৃতিতে চট্টগ্রাম জোনাল জামায়াত নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিনা উস্কানিতে গভীর রাতে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের আবাসিক ছাত্রাবাসে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও হয়রানি করে এবং নিরীহ শিবির নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় আমরা এ অমানবিক কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

Leave a Reply