উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

17/04/2023 5:20 pmViews: 4

mzamin

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের আগুন দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বেলা ১১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার মানবজমিনকে জানান, আজ সকাল ১০টা ২৫ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  এছাড়া আগুনে হতাহতের কোনো খবরও আসেনি আমাদের কাছে।

Leave a Reply