উত্তপ্ত গাজা, ৭ ফিলিস্তিনিকে হত্যা

10/10/2015 7:15 pmViews: 8

উত্তপ্ত গাজা, ৭ ফিলিস্তিনিকে হত্যা

 

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে কমপক্ষে ৭ ফিলিস্তিনি। পূর্ব জেরুজালেমের একটি তল্লাশিচৌকিতে ইসরাইলি সেনার গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি। এর আগে কমপক্ষে ৬ জন ফিলিস্তিনি নিহত হয় গাজা উপত্যকায়। এ খবর দিয়েছে আল-জাজিরা। এদিকে পশ্চিম তীর ও ইসরাইলেও ছুরিকাঘাতের কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ইসরাইলের দিমোনা শহরে সন্দেহভাজন এক ইহুদির হামলায় আহত হয় ৪ ফিলিস্তিনি। ইসরাইল ও দখলিকৃত পশ্চিম তীরে আরও তিনটি ছুরিকাঘাত হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিরা এসব হামলা করেছে বলে দাবি করা হয়। এদিকে, আজ গাজা থেকে ছোড়া এক রকেট দক্ষিণ ইসরাইলে আঘাত হেনেছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয় নি। আজ সকালেই দখলিকৃত পূর্ব জেরুজালেমের শুয়াফাত তল্লাশিচৌকিতে ইসরাইল সেনাদের গুলিতে নিহত হয়েছে এক ফিলিস্তিনি। এর আগে পূর্ব গাজা উপত্যকার সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে রয়েছে ১৫ বছরের এক বালক। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, ‘সীমান্ত বেষ্টনি লঙ্ঘন করার একাধিক চেষ্টা করা হয়েছৈ।  আর বাফার জোনে অনুপ্রবেশ করেছে হাজার খানেক বিক্ষোভকারী।’ তারা সেনাদের দিকে গ্রেনেড, রকেট, আর আগুন লাগানো টায়ার ছুড়ছে বলে দাবি করা হয়। সীমান্তে চলমান বিক্ষোভে উপস্থিত গাজা ভিত্তিক এক ফটোগ্রাফার এজ জানুন বলেন, এখানের পরিস্থিতি খুবই বিপজ্জনক। তারা সবসময়ই সীমান্তে গুলি করে। কিন্তু আজ অন্যদিনের তুলনায় পরিস্থিতি অস্বাভাবিক। প্রথমে তারা রাবার বুলেট আর স্টান গ্রেনেড ছুড়ছিল। এরপর আমাদের লক্ষ্য করে তাজা গুলি ছোড়া শুরু করে তারা।

Leave a Reply