উড্ডয়নের সময় বিমানে আগুন, আহত ২০
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায়২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শিকারো ওহারে বিমাবন্দরে বিমানটি ১৬১ যাত্রী ও নয়জন ক্রু নিয়ে মিয়ামিতে যাত্রার উদ্দেশ্যে উড্ডয়নের সময় আগুনের ঘটনা ঘটে।
শিকাগোর অগ্নি বিভাগের কর্মকর্তা জুয়ান হার্নান্দেজ বলেছেন, আমরা ২০ জনকে হাসপাতালে নিয়েছে। তারা সামান্য আহত হয়েছেন ।
দুর্ঘটনার কারণ পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডিমিনিস্ট্রিশন ও আমেরিকান এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়ে দুই রকম তথ্য দিচ্ছে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডিমিনিস্ট্রিশন বলেছে, উড্ডয়নের সময় বিমানটির চাকার টায়ার ফেটে যায়। আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র টনি মলিনারো বলেছেন, বিমানের পাইলটের কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়ে এই মন্তব্য করা হয়েছে। অন্য একটি বিবৃতিতে ঐ এয়ারলাইন্স বলেছে, ইঞ্জিনগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।