উচ্চশিক্ষিত জাতিই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে : প্রধানমন্ত্রী

19/11/2016 8:42 pmViews: 6

উচ্চশিক্ষিত জাতিই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে : প্রধানমন্ত্রী

 

উচ্চশিক্ষিত জাতিই কেবল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে পারে। এই জন্য সকলে মিলে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতকে উন্মুক্ত করেছে। আগামীতে দেশবাসীকে নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়বো। তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল হিসেবে আজ বাংলাদেশ বিশ্বে বিবেচিত হচ্ছে। দেশে মানুষের আয় এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে দারিদ্র্য থাকবে না। বর্তমানে দারিদ্র্যের হার ১২ শতাংশের নিচে নেমে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আমি খুব খুশি হতাম যদি অনুষ্ঠানে আসতে পারতাম। আফসোস লাগছে কেন আসলাম না। আশাকরি, ভবিষ্যতে আসব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাক টিকেটেরও উদ্বোধন করে। পরে মৎস্যসম্পদ অনুসন্ধানী একটি জাহাজেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

Leave a Reply