উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত’

18/06/2016 1:58 pmViews: 6
উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত’
 
'উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত'

ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আন্দোলনকারীদের জঙ্গি হিসেব চিহিৃত করা সরকারের এজেন্ডা। প্রতিটি উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত। জঙ্গিদের গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় না নিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যা করে প্রকৃত অপরাধীদের আড়াল করছে সরকার। জঙ্গিবাদের কুয়াসার মধ্যে সরকার নিম্নজ্জিত।’
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, গ্রেফতার করে  জঙ্গি দমন সরকারের উদ্দেশ্য নয়। সরকারের উদ্দেশ্য গণগ্রেফতার করে বিএনপি দমন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার যৌথ অভিযান শেষ হয়েছে। তারপরেও বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ভাবে গ্রেফতার করা হচ্ছে। গতকাল থেকে আজ পযর্ন্ত রাজধানীর পল্লবী, ফেনীর সোনাগাজী, খুলনা, বাগেরহাট, নাটোরসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত বিএনপির ২৭শ’র অধিক নেতাকর্মীদের গ্রেফতার করেছে।
তিনি বলেন, জঙ্গী দমনের নামে প্রহসনের এক চরম নাটক অনুষ্ঠিত করছে সরকারি দায়িত্বশীল লোকেরা। মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, কিন্তু কুপিয়ে হত্যাকারী প্রকৃত অপরাধীরা অধরাই থেকে যাচ্ছে। হত্যা রহস্যের কোনো কুল-কিনারাই বের হচ্ছে না। অথচ সরকারি বাহিনী ক্ষুধার্থ নেকড়ের মতো গ্রাম, শহর, নগর, বন্দরে হামলা করেছে। বিরোধী দলের নেতা-কর্মীরা-যারা গ্রেফতার হয়নি তারা দিশেহারা হয়ে প্রাণ ভয়ে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু,  সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Leave a Reply