ঈশানার মা বললেন ভিন্ন কথা
ঈশানার মা বললেন ভিন্ন কথা
মডেল ও অভিনয়শিল্পী মৌনিতা খান ঈশানাকে মানহানির মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা ধার্য তারিখে আসামি ঈশানা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে ঈশানার সঙ্গে কথা বলতে গেলে তাকে ফোনে পাওয়া যায়নি। অবশ্য তার মা নীলিমা ইসলাম পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন। কিন্তু তিনি বললেন ভিন্ন কথা। মানবজমিনকে বলেন, আমি ঈশানার মা। সব সময় আমি তার সঙ্গে সঙ্গে থাকি। মামলাটি হওয়ার বিষয়ে যেমন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি তেমনি গ্রেপ্তারের নির্দেশনা আসার বিষয়টিও পত্রিকায় দেখেছি। কারণ মামলা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের সমন নোটিশ আমাদের বাসায় আসেনি। মামলার কাগজপত্র পেলে আমার মেয়ে আদালতে গিয়ে হাজিরা দিতো। কিন্তু কাগজ ছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। জানি না, কেন ওই প্রডিউসার মারুফ খান প্রেম আমার মেয়ের পেছনে লেগেছে। তার প্রযোজনায় ‘সহযাত্রী’ নাটকের কাজ করার শুরু থেকেই সে ঈশানাকে বিরক্ত করতো। শেষ পর্যন্ত মানহানির মামলা করে আমার মেয়েকে হয়রানির চেষ্টা করছে। এ বিষয়ে নাটকের নির্মাতা কায়সার আহমেদ এমনকি টিভি প্রডিউসার অ্যাসোসিয়েশনের কোনো সহযোগিতা পাইনি। এদিকে মামলাটিতে গতকাল আসামি ঈশানার হাজিরা দেয়ার দিন ধার্য ছিল। গত ৩রা ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে বাদী প্রযোজক মারুফ খান প্রেম অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে দ-বিধির ৫০০ ও ৫০১ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে এই মানহানির মামলাটি দায়ের করেন (মামলা নংÑ১৪১/১৬)। ওইদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে ২২শে মার্চ ঈশানাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন প্রদান করেন। মামলাটিতে বাদীর এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে ঈশানার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। প্রযোজক প্রেম দাবি করেছেন, গত ৭ই জানুয়ারি উত্তরার একটি শুটিং হাউজে নাটকের কাজ চলাকালে মেকআপ রুমে ঈশানা তাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এ বিষয়ে মারুফ খান প্রেম সে সময় জানান, ঈশানা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন। এ ছাড়া, আমার নাটকে ঈশানা বিভিন্ন সময়ে শিডিউলও ফাঁসিয়েছেন। দুপুরে সেটে আসতেন আর কাউকে কিছু না বলে সন্ধ্যা ৭টায় চলে যেতেন। এভাবে কি শুটিং করা সম্ভব? তাই ৩রা ফেব্রুয়ারি ঈশানার বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় এক কোটি টাকার মানহানি মামলা করেছি আমি। আমার কাছে ঈশানার কথার রেকর্ডসহ অনেক প্রমাণ রয়েছে।