ঈদ শেষে ঢাকার পথে সস্ত্রীক সাকিব
জেলা প্রতিবেদক
মাগুরা , ১৭ অক্টোবর : বিশ্বসেরা অল রাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির মাগুরার নিজ বাড়িতে ঈদ শেষ করে আজ দুপুর সোয়া তিনটায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
সড়কপথে যশোর পৌঁছে বিমানে ঢাকায় যাওয়ার কথা রযেছে।
গত সোমবার প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে তিনি পরিবার আত্নীয়স্বজনের সাথে মাগুরায় ঈদ করেন।
মাগুরার জর্জ কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে সাকিবের দিন শুরু হয়। পরে উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এলাকাবাসী সাথে।
স্থানীয় লোকজন জানান, ঈদের নামাজ আদায়ের পর শহরের পশ্চিমপাড়া কেশব মোড়ে নিজ বাড়িতে পশু কোরবানি দেন সাকিব। দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ ও প্রিয়জনের সঙ্গে সময় কাটান।
বিকেলে শহরতলীর বারাশিয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে যান। সম্প্রতি সাকিবের নানা সুলাইমান বিশ্বাস মারা যান। তিনি নানার কবর জিয়ারত করেন। সাকিবের নানি বেচে আছেন। নানির সহচার্যে সাকিবের শৈশব-কৈশর কেটেছে নানি বাড়িতে। রাতে তিনি বাড়ি ফিরে যান।
সাকিব আল হাসান জানান, ২১ অক্টোবর থেকে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। ঈদেওর ছুটির মধ্যেও মাথায় এখন দ্বিতীয় টেস্টের চিন্তা। এই টেস্টে জয় পাওয়ার আশাবাদি। তিনি সবার কাছে দোয়া চান।
উল্লেখ্য, বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে গত সোমবার মাগুরা যান সাকিব। ওই দিন সকালে স্ত্রী শিশিরকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে মাগুরা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে তাঁদের স্বাগত জানান সাকিবের মা-বাবা, আত্মীয়স্বজন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাগুরা ক্রিকেট কোচিং একাডেমির সদস্যরা।