ঈদ উপলক্ষে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে : রিপন

15/07/2015 5:24 pmViews: 4

ঈদ উপলক্ষে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে : রিপন

১৫ জুলাই ২০১৫,বুধবার

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

এ সময় চাঁদাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে ব্যবস্থা নিন।’

আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়। এ সময় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে সতর্ক থাকবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব।

 

Leave a Reply