ঈদে মহাসড়কে ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

21/06/2015 6:47 pmViews: 3
ঈদে মহাসড়কে ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

: ২১ জুন, ২০১৫

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষকে মহাসড়কে কোনো ভোগান্তিতে পড়তে হবে না জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরীর প্রবেশ এবং বহির্গমন পয়েন্টগুলো যানজট মুক্ত রাখা, মহাসড়কে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে পুলিশ বাহিনী, টহল টিম ও হাইওয়ে পুলিশের সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

যানজট নগর জীবনের সবচেয়ে বড় বিড়ম্বনার নাম মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এটা আমার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভবন নয়। এতে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সকলের সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমরা আশা করি স্বস্তি দিতে পারবো।

পদ্মা সেতু সম্পর্কে তিনি বলেন, পদ্মা সেতুর কালো মেঘ কেটে এখন আলো ঝলমল করছে। চলছে নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। আগামী অক্টোবরে শুরু হতে যাচ্ছে মূল পাইলিংয়ের কাজ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এ মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৪০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ঢাকা-জয়দেবপুর চারলেনের কাজও শেষ পর্যায়ে। আগামী ঈদে এসব মহাসড়কে কোন দুর্ভোগ, ভোগান্তি থাকবে না বলে জানান মন্ত্রী।

মেট্রোরেল সম্পর্কে মন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে মেট্রোরেলের কাজ শুরু হবে।

Leave a Reply