ঈদে মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনস্বার্থ বিবেচনা করে এবং মহাসড়ককে যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্রগ্রামসহ দেশের সব মহাসড়কে ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্যবাহী যান চলাচল করতে পারবে।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও পচনশীল দ্রব্য ও ওষুধ পণ্য এবং গামের্ন্টস পণ্যবাহী পরিবহন চলবে। যাত্রী চাপ কমাতে গামের্ন্টস কর্তৃপক্ষকে প্রথম ধাপে বেশি সংখ্যক শ্রমিকদের ছুটি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।যাতে শ্রমিকদের ঘরে ফিরতে অসুবিধা না হয়।
ওবায়দুল কোদের বলেন, ফোরলেন সড়কের কাজ দ্রুত শেষ হবে। কাজ শেষ হলে যানজট আরো কমে আসবে।
এসময় ফোরলেন প্রকল্পের পিডি ইবনে আলম হাসান, প্রকৌশলী আব্দুস সবুরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















