ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৫ সেপ্টেম্বর
বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক রেলভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। টিকিট বিক্রি চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি টিকিট ২৩ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
তিনি জানান, ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট; ১৬ তারিখে বিক্রি হবে ২১ তারিখের টিকিট, ১৭ সেপ্টেম্বর পাওয়া যাবে ২২ তারিখের টিকিট, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট পাওয়া যাবে।
মুজিবুল হক জানান, ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকিট।
ঈদ উপলক্ষে প্রতিদিন ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের টার্গেট নিয়েছে রেলকর্তৃপক্ষ।