ঈদে কোনো সড়কযাত্রী ভোগান্তিতে পড়বে না

11/05/2015 4:28 pmViews: 7
ঈদে কোনো সড়কযাত্রী ভোগান্তিতে পড়বে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ঈদে কোনো সড়কযাত্রী ভোগান্তিতে পড়বে না।

সোমবার দুপুরে ‌‌ভালো কাজে পুরস্কার ও খারাপ কাজে তিরস্কারের বিধান রেখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে  শেষ করার পাশাপাশি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।

চুক্তিতে ডিটিসিএ, বিআইটিএ, বিআরটিসি এবং সওজ প্রধানদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন সড়ক ও সেতু বিভাগের সচিব এমএনএ সিদ্দিকী।

চুক্তি স্বাক্ষর শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, প্রায় সময়েই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ চুক্তির মাধ্যমে কাজের গুণগত মানও বিবেচনায় আনা হবে।

তিনি বলেন, এ মন্ত্রণালয়ের চারটি সংস্থার মধ্যে আজ যে চুক্তি হলো এতে ‘ভালো কাজে পুরস্কার ও খারাপ কাজে তিরস্কার করার নিয়ম করা হয়েছে। এটিকে এ সংস্থার স্লোগানও বলা যাবে। মন্ত্রণালয় থেকে চারটি সংস্থাকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সব সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে কর্মকর্তাদের কাজের দক্ষতার ওপরে পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা হবে।

Leave a Reply