ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি কম: যোগাযোগমন্ত্রী

14/10/2013 7:07 pmViews: 5

imageskaderপ্রতিবেদক : এবারের ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি কম বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
সরকার কোন ‘টর্চার সেল বা স্কোয়াড’ গঠন করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী মন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কারণ টর্চার সেল বা স্কোয়াড গঠনের কোন পরিকল্পনা সরকারের নেই।

তিনি বলেন, আতঙ্ক সৃষ্টি করার জন্যই টর্চার সেলের গুজব রটানো হচ্ছে এবং ঈদকে ম্লান করতেই এ গুজব।

পরিদর্শনকালে যাত্রীবাড়ী-গুলিস্থান ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পরিবহণ নেতারা।

পরিবহণ নেতাদের আশ্বাস দিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে নয়, তবুও এ বিষয়ে ওরিয়ন গ্রুপ, স্থানীয় সরকার মন্ত্রী বা প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

Leave a Reply