ঈদের আগে টাকা পাবেন বিপিএল খেলোয়াড়রা

30/07/2013 7:21 amViews: 21

BPL-logo-sm20130730011900ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার সাথে সাথেই ক্রিকেটারদের পঞ্চাশ শতাংশ টাকা পরিশোধ করার কথা ছিল ফ্র্যাঞ্চাইচিগুলোর। কিন্তু এখন পঞ্চাশ শতাংশ টাকা বুঝে পাননি খেলোয়োড়রা। ঈদের আগেই ক্রিকেটারদের বকেয়া পঞ্চাশ শতাংশ টাকা পরিশোধ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টোডিয়ামে বোর্ড মিটিং শেষে এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের মিটিংয়ে বিপিএলের ক্রিকেটারদের বকেয়া পঞ্চাশ শতাংশ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই খেলোয়াড়দের এ টাকা দেয়া হবে।

তবে যে সকল ক্রিকেটার ইতোমধ্যেই পঞ্চাশ শতাংশ টাকা পেয়ে গেছেন তারা ছাড়া অন্যরা পাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ক্রিকেটারদের অর্থ পরিশোধের ব্যাপারে সহজ সিস্টেম করে দেয়। বিসিবির প থেকে বলা হয় তিন কিস্তিতে ফ্র্যাঞ্চাইচিগুলো খেলোয়াড়দের অর্থ পরিশোধ করবে।

এক. টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে যে টাকার বিনিময়ে দলে ভেড়ানো হয়েছে তার পঁচিশ শতাংশ পরিশোধ করতে হবে।

দুই. টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই পঞ্চাম শতাংশ টাকা পরিশোধ করতে হবে। আর বাকি পঞ্চাশ শতাংশ টাকা টুর্নামেন্ট শেষ হওয়ার ছয় মাসের মধ্যে পরিশোধ করে দিতে হবে।

ফ্র্যাঞ্চাইজিগুলো এর ব্যতিক্রম কিছু করলে ক্রিকেটারদের অর্থ বুঝে দেয়ার নিশ্চয়তা দিয়েছে বিসিবি। আর যে সব ফ্র্যাঞ্চাইজি এরকম আচরন করবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বিসিবি।

cheap web hosting
best quality cheap web hosting
affordable low price web space
Low cost best web hosting provider
Reliable cheap web hosting company
truly a best web hosting company
Cheapest web Hosting solution
Very cheap web hosting
Best cheap web hosting
Web hosting in cheap
Cheap monthly web space hosting
Low cost web hosting price
top ten web hosting provider

Leave a Reply