ইয়েমেনে হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

11/01/2016 12:55 pmViews: 9
ইয়েমেনে হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
 
ইয়েমেনে হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
ইয়েমেনের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্রের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। হাসপাতালটি দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রন্টায়ার্স (এমএসএফ) দ্বারা পরিচালিত। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এমএসএফ বলেছে, শাদা প্রদেশে চালানো এই হামলায় আরো ১০জন আহত হয়েছেন। ঐ এলাকাটি হুথি বিদ্রোহীদের একটি শক্ত অবস্থান রয়েছে।
হুথি বিদ্রোহীরা দেশটির সরকার ও এর সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
এমএসএফ বলেছে, এটি সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা নাকি ভূমি থেকে চালানো কোনো রকেট হামলা। হামলার সময় হাসপাতালের আশপাশে বিমান যাচ্ছিল। একটি বিমান খুব কাছেই অবতরণ করে।
হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে এমএসএফ।
গত বছরের অক্টোবরে সাদার আরো একটি হাসপাতাল ধ্বংস করে দেয়া হয়েছিল।

Leave a Reply