ইয়েমেনে বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলা, নিহত ১৬

05/03/2016 11:32 amViews: 6
ইয়েমেনে বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলা, নিহত ১৬
 
ইয়েমেনে বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলা, নিহত ১৬
ইয়েমেনে বন্দর নগরী এডেনে মাদার তেরেসা প্রতিষ্ঠিত একটি বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
শুক্রবার দুই জন বন্দুকধারী এই মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটিস পরিচালিত এই বৃদ্ধাশ্রম ঘিরে ফেলে। এছাড়া আরো জানা গেছে অন্য চারজন তাদের মাকে দেখতে আসার অজুহাতে আগে থেকেই ভেতরে ছিল। এরপর বন্দুকধারীরা প্রবেশ করে হাত বেধে মাথায় গুলি করে হত্যা করে। ইয়েমেনের সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের পরিচালক আইয়ুব আবু বাকের নিউইয়র্ক টাইমসকে বলেন, নিহতদের মধ্যে ছয় জন নান, নিরাপত্তা কর্মী ও বাগানের মালি রয়েছে। তবে বৃদ্ধাশ্রমের ৬০ বাসিন্দার কোনো ক্ষতি করা হয়নি। ইয়েমেনে জাতিসংঘ মিশন এই হামলাকে নৃশংস ও নির্দয় কাজ বলে অভিহিত করেছে। নিউইয়র্ক টাইমস।

Leave a Reply