‘ইসলামে মানুষ হত্যা কোন স্থান নেই’

30/03/2017 7:22 pmViews: 10
‘ইসলামে মানুষ হত্যা কোন স্থান নেই’
 
‘ইসলামে মানুষ হত্যা কোন স্থান নেই’
ইসলামী ঐক্যজোটের নেতারা বলেছেন, নিরীহ মানুষ হত্যা, আত্মহনন, আত্মহত্যা জিহাদ  নয়। ইসলামে এর কোন স্থান নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সামাজিক  প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ সন্ত্রাস যদি অব্যহত থাকে, তাহলে সমাজে  বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোন বুদ্ধিমত্তা দিয়ে এই সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী  সমাবেশে তারা এ কথা বলেন।
ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, সাম্প্রতিককালে আমাদের দেশে যে সব নির্মমতা, নিষ্ঠুরতা,  অমানবিকতা চলছে তা কোনভাবেই ইসলামী জিহাদের আওতাভুক্ত হয় না, হতে পারে না। সুতরাং যারা সন্ত্রাসী ও জঙ্গি অপতৎপরতায় জড়িয়ে পড়েছে তাদের এই ধ্বংসাত্মক তৎপরতার মূলে কাজ করছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা। না জেনে মানুষ  হত্যা, আত্মহত্যা, অন্যায়,অবিচার, সন্ত্রাস করে মানুষের অধিকার হরণ করলে নাশকতা ও সহিংসতায় জড়িয়ে পড়লে তারা দুনিয়া-আখেরাতে ক্ষতিগ্রস্থ  হবে।
সভাপতি বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী  বলেন, সন্ত্রাসীরা দেশ, জাতি ও মানবতার দুশমন। তাদের  বিরুদ্ধে আপনারা পাড়ায়-মহল্লায়, শহরে-বন্দরে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।
ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ  বলেন, সন্ত্রাসী ঘটনার কারণে অনেকের মনে একটা ধর্ম ভীতি সৃষ্টি হয়েছে।
ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন,  অধিকাংশ জঙ্গি-সন্ত্রাসী ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষিত। কাজেই জঙ্গিবাদ বন্ধ করতে হলে কওমী মাদরাসা নয়, ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানকে নজরদারীতে আনতে হবে।

Leave a Reply