ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার প্রিন্ট করুন

17/06/2015 2:08 pmViews: 6

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও প্রফেসর এন আর এম বোরহান উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস্-এর সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খানকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, প্রফেসর এনআরএম বোরহান উদ্দিনকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং আবদুস সালামকে প্রধান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় দেশী-বিদেশী পরিচালকরা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান বার্ডস গ্রুপের স্বত্বাধিকারী। তিনি বিজিএমইএ’র বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা ছিলেন। মুস্তাফা আনোয়ার ১৯৬৪ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত।

ইউসিফ আবদুল্লাহ আল-রাজী সৌদী আরবের আল-রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের মহাপরিচালক ও প্রধান নির্বাহী। তিনি কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে ব্যবসায় প্রশাসনে গ্র্যাজুয়েশন এবং ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সিটি ইউনিভার্সিটির ভিসি সপ্রফেসর এন আর এম বোরহান উদ্দিন মার্কিন যুক্তরাস্ট্রের স্টেভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্টে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের লিভিংস্টোন কলেজসহ খ্যাতনামা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply