ইসলামই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা

17/12/2013 5:08 pmViews: 12

ইসলামই হলো আল্লাহপাকের কাছে একমাত্র মকবুল ও পছন্দনীয় জীবন ব্যবস্থা। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে তা কস্মিনকালে আল্লাহপাকের কাছে গ্রহণযোগ্য হবে না। পরকালে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ও নিরাশ হবে। ইমান ও ইসলামের মধ্যে রয়েছে গভীর ও অবিচ্ছিন্ন সম্পর্ক। ইমান শব্দের আভিধানিক অর্থ বিশ্বাস স্থাপন, আস্থা জ্ঞাপন ইত্যাদি আর ইসলামের আভিধানিক অর্থ আনুগত্য করা, আত্দসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ইসলাম হচ্ছে বাহ্যিক কর্মকাণ্ডের সমষ্টি। আর ইমান হচ্ছে আন্তরিক বিশ্বাস। আর ইহসান হলো যাবতীয় আমল ও ইবাদতগুলো এখলাছের সঙ্গে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পাদন করা। হজরত ওমর বিন খাত্তাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ঘটনাক্রমে আমরা এক দিন হজরত রাসূলে পাক (সা.)-এর খেদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ ধবধবে সাদা পোশাকধারী ও মিশমিশে কালো কেশের অধিকারী এক লোক আমাদের কাছে আত্দপ্রকাশ করলেন। যার শরীরে ও পোশাকে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। অথচ আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনতে পারছিল না। লোকটি হজরত নবী করিম (সা.)-এর কাছে এসে বসে পড়লেন। অতঃপর হজুর (সা.)-এর দুই হাঁটুর সঙ্গে নিজের দুই হাঁটু মিশিয়ে এবং নিজের দুই হাত তার দুই ঊরুর ওপর রেখে আরজ করলেন হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। হুজুর (সা.) উত্তর করলেন ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে (মুখে স্বীকার করবে) যে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (সা.) তার রাসূল। নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানে রোজা রাখবে এবং বায়তুল্লাহ শরিফে হজ করবে। যদি তুমি সেখানে পেঁৗছতে সমর্থ হও। লোকটি বললেন ঠিকই। তার এ কথায় আমরা আশ্চর্যান্বিত হলাম যে, তিনি স্বয়ং হুজুরকে প্রশ্নও করলেন আবার তিনিই তাকে সত্যবাদী বলে মন্তব্য করলেন। অতঃপর তিনি জিজ্ঞাস করলেন আমাকে বলুন ইমান কাকে বলে? হুজুর (সা.) উত্তর করলেন, আল্লাহপাককে বিশ্বাস করবে, তার ফেরেশতা তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে। লোকটি পুনঃজিজ্ঞাস করলেন_ ইহসান কি? উত্তরে রাসূল (সা.) বললেন, ইহসান হলো তুমি আল্লাহপাকের ইবাদত এরূপ করবে, যেন তুমি তাকে দেখছ। আর যদি তুমি তাকে দেখতে না-ই পাও তাহলে এরূপে ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখছেন। এতদশ্রবণে লোকটি বললেন, আপনি সত্যই বললেন। (বুখারি ও মুসলিম শরিফ) আল্লাহতায়ালা আমাদের সবাইকে তার মনোনীত দীন ও তাঁর প্রতি ইমান এবং ইহসানের ওপর থাকার তৌফিক দান করুন।
প্রফেসর মাওলানা মো. সালাহ্উদ্দিন (খতিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)

Leave a Reply