ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রধান বরখাস্ত
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ইয়াইর রামাতিকে বরখাস্ত করা হয়েছে। মারাত্মক তথ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এ বরখাস্তের ঘটনা ঘটে। দেশটির যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির
ইসরায়েলের সংবাদপত্র ‘টাইমস অব ইসরায়েল’ র বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে। পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানায়, আয়রন ডোম, ডেভিড্স স্লিং এবং অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রামাতির দায়িত্বে ছিল। কিন্তু তিনি এসব কর্মসূচির বিষয়ে তথ্য নিরাপত্তা লঙ্ঘন করেছেন। ফলে তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সংশ্লিষ্ট বিভাগ দেখভাল করবে।
দৈনিকটি আরো জানায়, রামাতির ব্যক্তিগত কম্পিউটারে ক্ষেপণাস্ত্র কর্মসূচিবিষয়ক তথ্য জমা করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৮১ সাল থেকে রামাতি ইসরায়েলের এসব ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং এ সংক্রান্ত নানা কাজের দায়িত্বে ছিলেন।