ইসরাইল আর কখনোই এমন সঙ্কটে পড়েনি : রিভলিন
ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন বলেছেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার মতো আর কোনো সঙ্কটময় সময় পার করেনি। মঙ্গলবার ইসরাইলি দৈনিক জেরুসালেম পোস্টে লেখা এক নিবন্ধে এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুই বছরের মধ্যে ইসরাইলে চলা চতুর্থ নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রিভলিন। এর আগের তিন নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেনি।
ইসরাইলের ৭৩ বছরের ইতিহাসে কঠিনতম রাজনৈতিক সঙ্কট হিসেবে এই অবস্থাকে উল্লেখ করে প্রেসিডেন্ট রিভলিন। সাবেক প্রেসিডেন্ট শাইম হেরজগের সাথে নিজেকে বলেন, এখনো তিনি তার নির্ধারিত সাত বছরের মেয়াদ শেষ করতে পারেননি।
ইসরাইলি সাবেক প্রেসিডেন্ট শাইম হেরজগ ১৯৮৩ থেকে ১৯৯৩ পর্যন্ত ১০ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে ইসরাইলে তিনবার নির্বাচন অনুষ্ঠান এবং পাঁচবার সরকার গঠনের জন্য আহ্বান করেন।
রাজনৈতিক এই সঙ্কট কাটাতে তিনি সকল ইসরাইলি নাগরিকদের ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি লিখেন, ‘আমার কোন কাজ করা প্রয়োজন বলে আপনারা মনে করেন, ইসরাইল রাষ্ট্রের জন্য উত্তর ও যথার্থ চিন্তা কী হবে, তা আমাকে জানানোর জন্য আপনাদের অবশ্যই ভোটের অধিকার প্রয়োগ করা উচিত। হতাশার কোনো স্থান নেই এবং আমরা কখনোই গণতান্ত্রিক এক দেশের নাগরিক হিসেবে মহামূল্যবান মৌলিক অধিকার ছেড়ে দেবো না। আমি আপনাদের কাছে আহ্বান করছি, মিনতি করছি, আপনাদের আওয়াজ শোনার সুযোগের এমন অধিকার প্রত্যাখ্যান না করার জন্য।’
ইসরাইলের পরবর্তী প্রজন্মের জন্য সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রিভলিন।