ইসরাইলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন এরদোগান

03/04/2022 6:05 pmViews: 7

ইসরাইলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন এরদোগান

ইসরাইলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কঠিন নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। শুক্রবার ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে ফোনালাপ করেন তিনি। এতে ইসরাইলি নাগরিকদের ওপরে সম্প্রতি যে সিরিজ হামলা হয়েছে তার নিন্দা জানিয়ে ভিক্টিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এরদোগান। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

খবরে জানানো হয়, ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন এরদোগান। এই নিন্দাকেও সেই চেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীর অধীনে দুই দেশের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভাল যাচ্ছে। কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। গত মাসে আঙ্কারা সফর করেন ইসরাইলের প্রেসিডেন্ট।

সেখানে ইসরাইলের জাতীয় সঙ্গীত বাজানোসহ হারজগকে উষ্ণ অভ্যর্থনা জানান এরদোগান।

ফোনালাপে আরও কিছু ইস্যুতে আলোচনা করেন এরদোগান ও হারজগ। রমজান মাসে ইসরাইলে হামলা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই প্রস্তুতিই নিচ্ছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। হামাস ও ইসলামিক জিহাদ রজমান মাসে ইসরাইলে হামলা বৃদ্ধির আহ্বান জানিয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে ভয়াবহ তিনটি সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে। ইসরাইলের বিরশেবা, হাদেরা ও বনি বরাকে এসব হামলা সংগঠিত হয়। এতে ৯ ইসরাইলি ও দুই ইউক্রেনীয় শ্রমিক নিহত হন। শুক্রবারের ফোনালাপে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের ওপরে জোর দেন দুই নেতা। এছাড়া টেম্পল মাউন্ট এলাকায় মুসলিমদের নামাজ পড়ার সুযোগ দেয়ার প্রশংসা করেন এরদোগান। ইসরাইল ও তুরস্কের দীর্ঘ দিনের সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply