ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার খবরে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে, ইসরাইলের তরফ থেকে এই খবর ফাঁস হওয়ায় দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সফর বাতিল করে দিয়েছে সৌদি । গত সপ্তাহে মোসাদ প্রধান জোসি কোহেনের সৌদি সফরে যাওয়ার কথা ছিল।
এ নিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ইদিওথ অহরনোথের প্রতিবেদনে বলা হয়, মোসাদ প্রধান ইয়োসি কোহেনের সফর বাতিল করেছে সৌদি আরব।
এদিকে ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে যে বৈঠকের খবর ফাঁস হওয়াতেই সৌদি আরব ক্ষুব্ধ হয়ে মোসাদে প্রধানের সফর বাতিল করেছে।
সম্প্রতি ইতালিতে মেড২০২০ নামে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সৌদি যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এমনটি বলেছেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় সৌদি আরব। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ইসরাইল এবং সৌদির মধ্যে খুব শিগগিরই সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হতে পারে খবর ছড়ালেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।