ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

01/08/2015 4:23 pmViews: 15

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

০১ আগস্ট ২০১৫,শনিবার

ফিলিস্তিনী এক কিশোরকে আটক করেছে ইসরাইলী সেনারা (ফাইল ফটো)-এপিফিলিস্তিনী এক কিশোরকে আটক করেছে ইসরাইলী সেনারা (ফাইল ফটো)-এপি

ইসরাইলী সেনাবাহিনীর সাথে গুলিতে এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের চিকিৎসা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আতারা চেকপয়েন্টের কাছে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষের সময় জালাজোন শরণার্থী শিবিরের ১৪ বছর বয়সী লেইথ খালদি নামের এক কিশোরের বুকে গুলি লাগে। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়।
ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, সন্দেহভাজন এক ফিলিস্তিনি বীর জেইত এলাকায় একটি সেনা চৌকিতে মলোটভ ককটেল নিক্ষেপ করে। জবাবে সৈন্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এদিকে সন্দেহভাজন ইসরাইলি বসতি স্থাপনকারীদের দেয়া আগুনে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর পর শুক্রবার পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া এদিন ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হন। ইসরাইল থেকে গাজা উপত্যাকাকে পৃথককারী নিরাপত্তা বেষ্টনীর দিকে যাওয়ার সময় তারা গুলিবিদ্ধ হন।

Leave a Reply