ইসরাইলজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

27/03/2023 6:53 pmViews: 1

mzamin

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্তকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে লাখো ইসরাইলি। বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া নেতানিয়াহুর বাড়ির সামনেও হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে জড়ো হন। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, নেতানিয়াহুর প্রস্তাবিত বিচারব্যবস্থার সংস্কার কর্মসূচির বিরোধিতা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, তার কাছে দেশের প্রতিরক্ষা সর্বোপরি। এই সংস্কার চালু করলে ইসরাইলের সুরক্ষা ও সেনা সদস্যদের নিরাপত্তা হুমকিতে পড়বে। এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। যদিও দেশের মানুষেরা এখন প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ নিয়ে রাস্তায় নেমে এসেছেন। তারা রাজধানী তেল আভিভে জড়ো হতে শুরু করেন। সেখানে হাইওয়ে বন্ধ করে দেয়া হয়।

ধারণা করা হচ্ছে, এক লাখেরও বেশি মানুষ প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া জেরুসালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষ সৃষ্টি হয়। অনেক বিক্ষোভকারীদের গায়ে ইসরাইলের পতাকা জড়িয়ে রাস্তায় নামতে দেখা গেছে।

এদিকে গত এক সপ্তাহ ধরেই নেতানিয়াহুর বিচারব্যবস্থার সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যূত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রচুর মানুষ নেতানিয়াহুর এই প্রস্তাবিত সংস্কার মেনে নিতে পারছেন না। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

তবে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্তের পর সেই বিক্ষোভ বহুগুণ বেড়েছে। গালান্ত কোনো শরিক দলের নেতা নন, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টিরই নেতা।  এই সিদ্ধান্তের পর লিকুদ পার্টির মধ্যেও আলোড়ন দেখা দিয়েছে। কিছু মন্ত্রী দাবি করেছেন, নেতানিয়াহুকে বিচারবিভাগীয় সংস্কার আপাতত স্থগিত রাখতে হবে। জোট শরিকরা সোমবার বৈঠকে বসছেন। ফলে দল ও জোটেও অস্বস্তিকর অবস্থায় পড়েছেন নেতানিয়াহু।

Leave a Reply