ইসরাইলকে অস্ত্র দেয়ার প্রতিবাদে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

19/10/2023 9:29 pmViews: 5

mzamin

twitter sharing buttonwhatsapp sharing button

ইসরাইলকে অস্ত্র দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স বিষয়ক কংগ্রেসশনাল ও জনসম্পর্ক বিষয়ক পরিচালক যশ পল পদত্যাগ করেছেন। তার এজেন্সি যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে অস্ত্র হস্তান্তরের জন্য দায়িত্ব পালন করে। পদত্যাগপত্রে পল ইসরাইলকে অস্ত্র দেয়ার সঙ্গে দ্বিমত পোষণ করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তিনি বলেছেন, যুদ্ধে একপক্ষকে আরও অস্ত্র দেয়াসহ বড় নীতিগত সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারি না। আমার মনে হয় এটা অদূরদর্শিতা, ধ্বংসাত্মক, অন্যায় এবং বিতর্কিত। এই মূল্যবোধের বিপরীতকে আমি সমর্থন করি। ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানানোকে স্বীকৃতি দেন তিনি। একই সঙ্গে মনে করেন জবাবে ইসরাইল যে হামলা চালাচ্ছে তাতে ইসরাইল ও ফিলিস্তিন দুই দেশের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আরও গভীর হবে।

Leave a Reply