ইরান বিরোধী জোট গড়ছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত: পম্পেও
ইরান বিরোধী জোট গড়ছে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত: পম্পেও
তার বক্তব্য, কোনো রকম হুমকি যাতে আমেরিকার উপকূলে পৌঁছাতে না পারে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের ক্ষতি করতে না পারে সেজন্য নিজেদের মধ্যে সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে সম্মত হয়েছে আবুধাবি ও তেলআবিব। মাইক পম্পেওর পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার পেজে লেখা হয়েছে, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।
সংযুক্ত আরব আমিরাত গত ১৩ আগস্ট ইসরাইলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা করে। আমেরিকার মধ্যস্থতায় তেলআবিব ও আবুধাবি এই সমঝোতায় পৌঁছে, চালু হয় বিমান পরিবহন কার্যক্রম।
মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশকে মুসলিম বিরোধী ইসরাইলের সাথে সম্পর্ক উন্নয়নে ভূমিকা নিতে পেরে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত খুশি এবং তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের সেই উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন। সূত্র : কলকাতা