ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

23/06/2019 2:22 pmViews: 9

ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলা
ছবি: সংগৃহীত।

ইরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পর এ হামলা চালানো হয়েছে বলে এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।

ওয়াশিংটন পোস্ট বলছে, সাইবার হামলায় ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত ও তেলের ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র এ সাইবার হামলা চালিয়েছে।

ওয়াশিংটন পোস্ট ও সংবাদ সংস্থা এপি বলছে, সাইবার হামলা ইরানের অস্ত্রব্যবস্থা অকার্যকর করে দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

ইরানের ওপর সাইবার হামলা চালানো নিয়ে কোন মন্তব্য করেনি প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে শুক্রবার তিনি বলেছেন, ইরানে সামরিক হামলা চালালে অন্তত ১৫০ লোক মারা যেত তাই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এছাড়া ইরানের ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে শনিবার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প টুইটে লিখেন, আগামী সোমবার থেকে ইরানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং নতুন নিষেধাজ্ঞা ইরানের পরমাণু অস্ত্র তৈরির কাজ আরো কঠিন করে দেবে।

তবে ইরানকে আলোচনায় বসারও ‘প্রস্তাব’ দেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘ইরান যদি একটি সমৃদ্ধ রাষ্ট্র হতে চায়, তবে সেটি আমার কাছে ঠিক আছে, কিন্তু, তারা কখনোই তা হতে পারবে না যদি না তারা পাঁচ-ছয় বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে।’

Leave a Reply