ইরানে নিষিদ্ধ শিল্পী এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ
ইরানে নিষিদ্ধ শিল্পী এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ
ইরানে বিপ্লব-পূর্ব প্রখ্যাত শিল্পী গুগুশকে এবার যুক্তরাষ্ট্রেও নিষিদ্ধ করা হয়েছে। ওই শিল্পীর গান ইরানি সমাজের সাথে সঙ্গতিপূর্ণ না হওয়ায় তিনি ২০ বছর ধরে দেশটিতে নিষিদ্ধ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করার পর যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে তাকে চড়তে দেয়া হয়নি।
৬৬ বছর বয়স্কা এই শিল্পীর আসল নাম ফাগেহ আতাশিন। তিনি মঙ্গলবার বলেন, তিনি পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান শেষ করে লন্ডনের হিথ্রু থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাইলেও তাকে বাধা দেয়া হয়।
তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের অধিকারী। তার বৈধ স্থায়ী রেসিডেন্সিও রয়েছে। তিনি লন্ডনে গিয়েছিলেন একটি স্টুডিও অ্যালবাম রেকর্ড করার জন্য।
ট্রাম্পের ‘দৃঢ় প্রাচীর’ নীতির শিকার ইরানিদের সর্বশেষ শিকার হলেন গুগুশ। এর আগে ইরানের হয়ে প্রথম অস্কারজয়ী আসগর ফারহাদিকেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
সূত্র : মিডলইস্ট আই