ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো সৌদি আরব
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে সৌদি আরব। শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পরে এই দুই দেশের বাদানুবাদের মধ্যে এই কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
শনিবার নিমর আল নিমর সহ ৪৭ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। আর এর ফলে শিয়া প্রধান ইরান বিক্ষুব্ধ হয়ে ওঠে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। রবিবার দিবাগত রাতে তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলাও হয়। এর জের ধরেই সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব থেকে সব ইরানি কূটনীতিককে চলে যেতে বলা হয়েছে। সৌদি জানিয়েছে, তেহরান থেকেও সব সৌদি কূটনীতিককে ফিরিয়ে আনা হচ্ছে। বিবিসি।