ইরানের সংসদে পারমাণবিক চুক্তি অনুমোদন
ইরানের সংসদে পারমাণবিক চুক্তি অনুমোদন
বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণিক চুক্তি অনুমোদন দিয়ে দেশটির সংসদে একটি বিল পাস হয়েছে। আজ ওই বিলটি পাসের মধ্য দিয়ে পারমাণিক চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি সমর্থন দেয় সংসদ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৪ই জুলাই প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার বিশ্বশক্তিগুলোর সঙ্গে জয়েন্ট কমপ্রিহেসসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) বা যৌথ সমন্বিত কর্মপরিল্পনা বাস্তবায়নে সম্মত হন। ইরানের কয়েকজন আইনপ্রণেতা এর বিরোধীতা করেছিলেন। আজ দেশটির সংসদে বিলটি পাসের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নের অন্যতম একটি প্রতিবন্ধকতা দূর হলো। ইরনা জানায়, জেসিপিওএ বাস্তবায়নের বিলটি মঙ্গলবার সংসদ অধিবেশনে পাস হয়েছে। এর পক্ষে এসেছে ১৬১ ভোট। বিপক্ষে ৫৯। আর অনুপস্থিত ছিলেন ১৩ জন আইনপ্রণেতা।