ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ : ল্যাভরভ

22/09/2017 11:14 amViews: 6

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ : ল্যাভরভ

 

 
জাতিসঙ্ঘে ভাষণ দিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভজাতিসঙ্ঘে ভাষণ দিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ। এর মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সাথে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘন করা হয়েছে বলেও জানান তিনি।

জাতিসঙ্ঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি আরো বলেন, এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ। এতে আন্তর্জাতিক সামগ্রিক প্রচেষ্টাকে গুরুত্বহীন করে তোলা নয়।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে আমেরিকা নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সবাই তা আতঙ্কের সাথে প্রত্যক্ষ করছে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

Leave a Reply