ইরানের পাশে থাকার অঙ্গীকার রাশিয়ার

08/06/2017 4:28 pmViews: 7
ইরানের পাশে থাকার অঙ্গীকার রাশিয়ার
 
ইরানের পাশে থাকার অঙ্গীকার রাশিয়ার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় তেহরানে সন্ত্রাসী হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
পুতিন ‘ইরানের সঙ্গে এক্ষেত্রে জোটবদ্ধভাবে কাজ করতে রাশিয়ার প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেন।’ জানাচ্ছে বার্তা সংস্থা- তাস।
বিবৃতিতে আরো বলা হয়, ‘পুতিন এই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।’

Leave a Reply