ইরানের পর্বতশৃঙ্গ ফ্লাস্কেহ জয় করলেন বাংলাদেশি সালেহ

09/02/2014 7:19 amViews: 7

ইরানের পর্বতশৃঙ্গ ফ্লাস্কেহ জয় করলেন বাংলাদেশি সালেহ
ইরান : ইরানের বিখ্যাত বরফ আচ্ছাদিত দুর্গম পর্বতশৃঙ্গ ‘ফ্লাস্কেহ’ জয় করলেন বাংলাদেশের আবু সালেহ। তিন হাজার ৫০ মিটার উচ্চতাসম্পন্ন ‘ফ্লাস্কেহ’ পর্বতশৃঙ্গ ইরানের খোরাসানে রাযাভি প্রদেশের র্তুগবেহ  জেলায় অবস্থিত।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেখানে দেশের জাতীয় পতাকা ওড়ান তিনি।

আবু সালেহ ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইরানের খোরাসানে রাযাভি প্রদেশের প্রাদেশিক শারীরিক শিক্ষা ও ক্রীয়া বিভাগের উদ্দোগে আয়োজিত ‘খোরাসানে রাযাভি প্রদেশের পর্বতারোহীদের পর্বতশৃঙ্গ ফ্লাস্কেহ আরোহন’ এ কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও ইতঃপূর্বে তিনি ইরানের আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখার শারীরিক শিক্ষা বিভাগের উদ্দোগে আয়োজিত চার হাজার ৪৫০ মিটার উচ্চতাসম্পন্ন ইরানের সবচেয়ে দুর্গম পর্বতশৃঙ্গ ‘আলম কুহ’ জয় করেন।

আবু সালেহ পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও খোশবাজার ডিএস কামিল মাদরাসার আরবি প্রভাষক মুফতি আনম আব্দুল করিম ও আফরোজা বেগমের তৃতীয় সন্তান। ইরানের আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখার শিক্ষার্থী তিনি।

Leave a Reply