ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আমেরিকা

11/08/2015 7:42 pmViews: 4
ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো আমেরিকা

দেশ ও কোম্পানিকে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল কেনার অনুমতি দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

এর আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জের ধরে তেহরানের জ্বালানি তেল কেনার ওপর সীমাবন্ধতা আরোপ করেছিল আমেরিকা। ওই সীমাবদ্ধতার আওতায় বিশ্বের বিভিন্ন দেশকে ইরানের কাছ থেকে তেল কেনার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছিল ওয়াশিংটন।

ইরানের মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের ক্রেতাদের ওপর থেকে সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে মার্কিন অর্থ এবং পররাষ্ট্র দফতর। এতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই অন্তর্বর্তী সময়ে ক্রেতারা ইরানের অপরিশোধিত জ্বালানি তেল কেনা অব্যাহত রাখতে পারবে।

মার্কিন অর্থ এবং পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে প্রকাশিত দিকনির্দেশনায় বলা হয়েছে, ইরানের কাছ থেকে তেল কিনলে এখন থেকে ওয়াশিংটন ওই সব দেশের অর্থনৈতিক সংস্থার বিরুদ্ধেে আর নিষেধাজ্ঞা আরোপ করবে না। এতে আরো বলা হয়েছে, আমেরিকার বাইরের কোম্পানিগুলো এ জাতীয় কেনাকাটায় সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হবে না।

Leave a Reply