ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

16/01/2016 6:39 pmViews: 7
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়িত হতে যাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি এ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তেহরানে সমাজবিজ্ঞানীদের এক বৈঠকে জানিয়েছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করে দেখছে। এএফপি তাদের কাজ শুক্রবারের (১৫ জানুয়ারি) মধ্যেই শেষ হবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, শনি বা রোববার ওই সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবে দু’পক্ষ। এর ফলে ইরানের ওপর পাশ্চাত্যের আরোপিত সব নিষেধাজ্ঞা উঠে যাবে।
আরাকচি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে পরমাণু সমঝোতা বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন মোগেরিনি।

Leave a Reply