ইরাক থেকে আইএস তাড়ানোর প্রত্যয়

29/12/2015 2:22 pmViews: 5
ইরাক থেকে আইএস তাড়ানোর প্রত্যয়
 
ইরাক থেকে আইএস তাড়ানোর প্রত্যয়
ইরাক থেকে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসকে তাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। রামাদি শহর পুনরুদ্ধারের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই প্রত্যয়ের কথা জানান। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভাষণে আল-আবাদি ইরাবের দ্বিতীয় শহর মসুল পুনরুদ্ধারের শপথ নিয়েছেন। তিনি বলেছেন, আইএসের জন্য এটি হবে চরম ও চূড়ান্ত আঘাত।
ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৬ সাল হবে চূড়ান্ত বিজয়ের বছর যখন আইএস জঙ্গিদের ইরাক থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। আমরা মসুলের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছি এবং এটা হবে এই জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত।
আইএসের হাত থেকে রামাদি পুনরুদ্ধারকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, আইএস বড় পরাজয় হয়েছে।
গত মে মাসে ইরাকের রামাদি শহর দখল করে দেয় আইএস। কয়েক সপ্তাহের যুদ্ধের পর সোমবার সরকারের সৈন্য শহরটির সরকারি কমপ্লেক্সে ইরাকের পতাকা উড়ায়।
ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল বলেছেন, রামাদির স্বাধীনতা এক মহাকাব্যিক বিজয়।

Leave a Reply