ইরাকে হাসপাতালে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৮২
ইরাকে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে ইবনে আল-খাতিব হাসপাতালে গত শনিবার দিবাগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হাসপাতালটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী।
হাসপাতালটি করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ১১০ জন। ইরাকের মানবাধিকার কমিশন বলেছে, নিহতদের ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রোগী। তাঁদের স্থানান্তর করতে ভেন্টিলেটর খুলে ফেলা হয়েছিল।
সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারগুলো যেখানে মজুত রাখা হয়েছিল, সেখানে কোনো এক ত্রুটির কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মধ্যরাতে ওই বিস্ফোরণ ঘটনার পর আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। ঘটনার সময় নিহত রোগীদের স্বজনেরা ছিলেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ)।
ইরাকের সিভিল ডিফেন্স সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালটিতে অগ্নিসুরক্ষা ব্যবস্থা ছিল না।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আগুন ছড়িয়ে পড়ার পর ধীর গতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে সমন্বয়হীনতাও ছিল।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধেমি অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে বরখাস্ত করেছেন। প্রধানমন্ত্রী আগুনের ওই ঘটনায় তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করেছেন।