ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ উপকরণ পাঠানোয় দ্রুতগতি

07/01/2014 9:29 pmViews: 9

ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ উপকরণ পাঠানোয় দ্রুতগতি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ইরাকি সরকারি বাহিনীকে সহায়তা করতে যুদ্ধ উপকরণ পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিবৃতিতে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই অতিরিক্ত চালকবিহীন (ড্রোন) বিমানগুলো সরবরাহ করা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই হেলফায়ার (নরকের আগুন) ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হবে। গত কয়েক বছরের মধ্যে ইরাকের বড় ধরনের লড়াইগুলোর মধ্যে আনবারের লড়াই অন্যতম। ইতোমধ্যেই প্রদেশটির প্রধান শহর ফাল্লুজা জঙ্গিদের দখলে চলে গেছে। জঙ্গিদের কবল থেকে শহরটি মুক্ত করতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরাকি বাহিনী।
ফাল্লুজার অধিকাংশই ইসলামিক স্টেট ইন ইরাক ও লেভোন্ত’র (আইএসআইএস) এর জঙ্গিদের দখলে আছে বলে জানা গেছে। এসব জঙ্গিদের শহর থেকে তাড়িয়ে দেয়ার জন্য ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি শহরটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আনবারের রামাদি শহরটিও সরকারবিরোধী সুন্নি উপজাতিরা দখল করে রেখেছে। ক্রমবর্ধমান এই সহিংসতার পরিপ্রেেিত হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, “আল কায়েদার স্বীকৃতিপ্রাপ্ত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন করতে একটি সামগ্রিক কৌশল নির্ধারণে বাগদাদের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে।”
আনবারে কিছু সাফল্য সত্বেও পরিস্থিতি এখনো “অস্থির” বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, “আমরা আমাদের বিদেশি সেনা সামগ্রী বিক্রয়, সরবরাহের গতি বাড়াচ্ছি এবং বসন্ত শুরু হওয়ার মধ্যেই অতিরিক্ত হেলফায়ার পেণাস্ত্র সরবরাহের বিষয়টি তদারক করছি।”
“এই হেলফায়ার পেণাস্ত্রগুলো ছাড়াও আসছে সপ্তাহগুলোতে আমাদের এফএমএস প্রোগ্রাম ১০টি স্ক্যানঈগল গোয়েন্দা ড্রোন ও ৪৮টি রেভান গোয়েন্দা ড্রোন সরবরাহ করবে।” যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্র সরকার ইরাকি সরকারের পাশে থাকলেও যুক্তরাষ্ট্রের সেনারা আর ইরাকে ফিরে যাবে না।

Leave a Reply