ইরাকে বোমা হামলায় নিহত ৬৬
ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদজুড়ে সিরিজ গাড়ি বোমা হামলায় ৫৪ জন এবং দেশটির উত্তরের শহর মসুলে আত্মঘাতি এক গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
রবিবার এবিসি নিউজ জানায়, বাগদাদজুড়ে বোমা হামলায় ৫৪ জনের মৃত্যুর পরই মসুলে এ হামলা চালানো হয়। এতে ১২ জন নিহত হয় এবং ৩০ জন আহত হয়। আহতদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক।
মসুলে হামলার আগে রাজধানীর বাগদাদের শিয়া অধ্যুষিত কয়েকটি এলাকায় দফায় দফায় এসব হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
রাজধানীর ব্যস্ত রাস্তার পাশে পার্ক করে রাখা গাড়িতে বোমাগুলো রাখা ছিল। প্রায় ৩০ মিনিট ধরে এসব বোমাগুলো বিস্ফোরিত হতে থাকে।
সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ইরাকের বাণিজ্যিক এলাকা শাব অঞ্চলে। সেখানে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়।
এদিকে ইরাকের উত্তরের শহর মসুলে আত্মঘাতি এক গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। রাস্তায় টহলরত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে চালানো আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।
ইরাকের মসুল শহরটি বাগদাদের প্রায় ৩৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত স্থানীয় জঙ্গিরা এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুধু সেপ্টেম্বর মাসেই ইরাকজুড়ে বিভিন্ন সহিংসতায় এক হাজার জন নিহত এবং দুই হাজার জনেরও বেশি আহত এবং অক্টোবরে এ পর্যন্ত একশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: বিবিসি, এবিসি, আল-জাজিরা।