ইরাকে বিপুল ব্যবধানে জয় পাচ্ছেন মুক্তাদা আল-সদর
ইরাকে বিপুল ব্যবধানে জয় পাচ্ছেন মুক্তাদা আল-সদর
ইরাকের সাধারণ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয়ের পথে শিয়া মুসলিম আলেম মুক্তাদা আল-সদরের দল। সংসদে তার আসনের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাথমিক ফল এবং কর্মকর্তা ও দলটির মুখপাত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রাথমিক ফল অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির দল দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে।
২০০৩ সালে পর থেকে ইরাকের সরকার এবং সরকার গঠনে প্রভাব বিস্তার করছে দেশটির শিয়া গোষ্ঠীগুলো। ওই সময়ে মার্কিন অভিযানে সুন্নি নেতা সাদ্দাম হোসাইনের পতন ঘটে। এর পরই ক্ষমতায় যায় শিয়া এবং কুর্দি সংখ্যাগরিষ্ঠরা।
ইরাকের বেশ কয়েকটি প্রদেশ এবং রাজধানী বাগদাদ থেকে প্রাথমিক ফলের গণনা এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ৭০টিরও বেশি আসন জিততে যাচ্ছে মুক্তাদা আল-সদরের দল। যা তাকে সরকার গঠন করতে সংখ্যাগরিষ্ঠতা দেবে।
আল-সদরের কার্যালয়ের মুখপাত্র বলেন, তারা ৭৩টি আসনে জয় পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোও একই সংখ্যা প্রকাশ করেছে।