ইরাকে জানাজা অনুষ্ঠানে হামলা,নিহত ৫৮

15/01/2014 9:29 pmViews: 8

ইরাকে জানাজা অনুষ্ঠানে হামলা,নিহত ৫৮
ডেস্ক : ইরাকের দিয়ালা প্রদেশের বুহরুজ শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তদ ৫৮ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

বুধবার এক উপজাতীয় যোদ্ধার জানাজা অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

এর আগে মঙ্গলবার রাজধানী বাগদাদ ও এর পাশ্ববর্তী একটি শহরে সন্ত্রাসীদের হামলায় আরো অন্তত ২৪ জন নিহত ও বহু আহত হয়। বাগদাদের হোসেইনিয়া এলাকার একটি জনাকীর্ণ মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও আট জন আহত হয়। তালবিয়া জেলায় বাসে পেতে রাখা বোমা ফেটে প্রাণ হারায় আরো তিন জন।

ইয়ারমাক জেলায় অস্ত্রধারীরা গুলি করে এক বিচারক ও তার গাড়ি চালককে হত্যা করে। এছাড়া আবু গারিব ও গারমা এলাকায় নিহত হন দুই সেনাসহ আরো ছয় জন। তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

গত কয়েক মাস ধরে ইরাকে সহিংসতা বেড়ে গেছে। বিশেষকরে আল-আনবার প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে।

সূত্র : আলজাজিরা

Leave a Reply