ইরাকে অস্থিরতা বাংলাদেশিদের নিরাপদ অবস্থানে সরে যাবার পরামর্শ
ঢাকা, ১৪ জুন : ইরাকে বসবাসরত সব বাংলাদেশিকে দেশটির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাবার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের বর্তমান অবস্থা সম্পর্কে বাংলাদেশ সরকারের বাগদাদস্থ দূতাবাস খুব সুক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। এ পর্যন্ত ইরাকে অবস্থানরত সব বাংলাদেশিই সুস্থ রয়েছেন।
ইরাকের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নেয়া হবে না বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, প্রায় ১৪ হাজারেরও বেশি বাংলাদেশি ইরাকে বিভিন্ন কাজে রয়েছেন।