ইরাকজুড়ে হামলায় নিহত ৬৬
ডেস্ক : ইরাকজুড়ে উগ্র জঙ্গী গোষ্ঠীগুলোর হামলায় ৬৬ জন নিহত হয়েছে। এছাড়া এই হামলায় বহু লোক আহত হয়েছে। মূলত ইরাকের শিয়া মুসলমানদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দেশটির নিরাপত্তা ও হাসপাতাল সূত্র দাবি করেছে।
রাজধানী বাগদাদ ও এর আশপাশের শিয়া অধ্যুষিত আটটি এলাকায় বৃহস্পতিবার ১১টি গাড়িবোমা হামলা চালানো হয়। এতে নিহত হয় নারী ও শিশুসহ ৪৪ জন; আহত হয় আরো ১২০ জন।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি, তবে পুলিশ বলছে, অতীতে আল-কায়েদা’র সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এ ধরনের হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবারের হামলাগুলো তাদেরই কাজ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার দিনের শুরুতে বাগদাদের পূর্বে অবস্থিত মুয়াফফাকিয়া গ্রামে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর ফলে সেখানে মারা যায় ১৫ জন, আহত হয় আরো অন্তত ৫০ ব্যক্তি। এ ছাড়া, ইরাকের উত্তরাঞ্চলে আরো কয়েকটি হামলায় সাতজন নিহত ও প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়।
২০১৩ সালের শুরু থেকে ইরাকজুড়ে সহিংসতায় প্রায় ৬,০০০ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, ২০০৮ সালের পর গত জুলাই মাস ছিল ইরাকের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই মাসে ইরাকে ৯২৮ জন বেসামরিক ব্যক্তিসহ ১০৫৭ জন হতভাগ্য ব্যক্তি সন্ত্রাসী হামলায় নিহত হয়।