ইরফান ও তার বডিগার্ড ৩ দিনের রিমান্ডে
ইরফান ও তার বডিগার্ড ৩ দিনের রিমান্ডে
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোঃ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোঃ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।
ইরফান ও জাহিদের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করে ধানমন্ডি থানা-পুলিশ। এই রিমান্ড আবেদনের শুনানির জন্য আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে দু’জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
একই মামলার আরেক আসামি এ বি সিদ্দিক ওরফে দীপুকে গ্রেফতারের পর গতকাল আদালতে হাজির করে পুলিশ। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগের দিন ইরফানের গাড়ির চালক মিজানুর রহমানকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পায় পুলিশ।
গত রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের জেরে পরদিন সোমবার পুরান ঢাকার বড় কাটরায় হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফানকে এক বছর কারাদণ্ড দেন। অবৈধ ওয়াকিটকি রাখার কারণে দেন ছয় মাসের কারাদণ্ড। ইরফানের বডিগার্ড জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাস সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ওই বাড়ি থেকে অস্ত্র, ইয়াবা, ৩৮টি ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় ইরফান ও জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলা হয়েছে।