ইমরান হাশমীর সঙ্গে নুসরাত ফারিয়া!

08/09/2015 8:18 pmViews: 10
ইমরান হাশমীর সঙ্গে নুসরাত ফারিয়া!
ইমরান হাশমীর সঙ্গে বলিউডে অভিনয় করবেন বাংলাদেশী নায়িকা নুসরাত ফারিয়া। দেশে যার অভিনয়ে এখনো অভিষেক হয়নি। ফারিয়ার প্রথম ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, যেটি কোরবানিতে মুক্তি পাওয়ার কথা।

‘গাওয়াহ: দ্যা উইটনেস’ নামের ছবিতে ফারিয়ার বিপরীতে থাকছেন বলিউডের রোমান্টিক নায়ক ইমরান হাশমী।

বলিউডে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, স্ক্রিপ্টটা পেয়েছিলাম মাসখানেক আগে। তখন লন্ডনে ‘আশিকী’ চলচ্চিত্রের শুটিংয়ে ছিলাম। সিনেমার কাস্টিং ডিরেক্টর অপুর্ব যোশেফ আমার লুক টেস্ট নিয়েছিলেন। হিন্দিতে অডিশন নিয়েছিলেন। পরে চলচ্চিত্র আশিকী’র ‘তার আশিকী’ গানটা রিলিজের দিন চারেক আগে আমাকে ফাইনালি কাস্টিং করেন। তবে চুক্তিপত্র এখনো স্বাক্ষরিত হয়নি বলে জানান তিনি।

বিষ্ণু দত্তের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি, কলকাতার পায়েল সরকার।

বোম্বে শহরকে কেন্দ্র করে গড়ে ওঠেছে সিনেমার কাহিনী। ফারিয়া একজন মডার্ন তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। ঘটনাক্রমে সাক্ষাৎ শহরের গোয়ন্দা ইমরান হাশমীর সঙ্গে যিনি প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করছেন। পরিচয় থেকে প্রেম। এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী।

নভেম্বরের দিকে ছবিটির শুটিং শুরু হবে। প্রাথমিকভাবে শুটিং হবে বোম্বে, কলকাতা, কলকাতা ও পুনের বিভিন্ন লোকেশনে। শুটিংয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন ফারিয়া। দেখছেন প্রচুর হিন্দি সিনেমাও।

Leave a Reply