প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ। তিনি বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে উস্কানি দেয়া, সহিংসতা ছড়িয়ে দেয়া এবং রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত। স্থানীয় মিডিয়ায় সূত্রের উদ্ধৃতি দিয়ে এর আগে রিপোর্ট ছাপা হয়- আজকের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে সহিংসতা ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন পিটিআই ও সরকার। এর পরই মরিয়ম ওই মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাই এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ মীর সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছেন যে, আজকের অনাস্থা ভোটে পার্লামেন্টের নিম্্ন কক্ষে বিরোধী দলীয় সদস্যদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল পিটিআই। এসব সদস্য জাতীয় পরিষদের ভিতরে প্রবেশ করলে এমনকি বাইরে থাকলেও তাদেরকে প্রহার করা হতে পারে। এ বিষয়ে জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ কথা লিখেছেন হামিদ মীর।
এর জবাবে মরিয়ম নওয়াজ টুইটারে তার প্রতিক্রিয়া লিখেছেন।
বলেছেন, পিটিআইয়ের যারাই সহিংসতা করবে, আইন শৃংখলায় বিঘ্ন ঘটাবে তাদেরকেই গ্রেপ্তার করা উচিত এবং জেলে ঢুকানো উচিত। এর মধ্যে থাকবেন ইমরান খানও। তার বিরুদ্ধে প্ররোচনা দেয়া, উস্কানি দেয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হওয়া উচিত। আল্লাহর ইচ্ছায় তাদের কেউই ছাড়া পাবে না।