ইমরানের পূর্ণ ঠিকানা চেয়েছেন আপিল বিভাগ
২৯ জুলাই, ২০১৫
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পূর্ণ ঠিকানা চেয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বুধবার সকালে তার পূর্ণ ঠিকানা জমা দিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দিয়েছেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায় নিয়ে বিভিন্ন সময়ে ডা. ইমরান এইচ সরকার বিভিন্ন মন্তব্য করেন। বিচার বিভাগকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। আপিল বিভাগ তাই আমাকে ইমরান এইচ সরকারের পার্টিকুলারস (পূর্ণ ঠিকানা) জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, হয়তো আদালত তার বক্তব্যে আদালত অবমাননার কোনো উপাদান খুঁজে পেয়েছেন। আদালত হয়তো বা তার বিরুদ্ধে অভিযোগ আনতেও পারেন।