ইবিতে ছাত্রী নির্যাতন: বিচারবিভাগীয় তদন্ত কমিটির কাজ শুরু
জানা গেছে, বিচারবিভাগীয় তদন্ত কমিটিতে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আ.ন.ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহবুব আলমকে রাখা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, তদন্ত কমিটির সকল সদস্য আজকে (সোমবার) ক্যাম্পাসে এসেছেন। তদন্ত কার্যক্রম চলছে। আশা করি সময়মত তদন্ত কার্যক্রম শেষ করতে পারবো।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা তাদের তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন।
এর আগে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে। এই ঘটনায় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাচ্ছুমসহ ৭/৮ জন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। ওইদিন বিকেল ৪টায় হাইকোর্টে রিট করেন আইনজীবী গাজী মো. মহসীন। ১৬ই ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়া জেলা প্রশাসককে তিনদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।